বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লন্ডনে ফিলিস্তিনপন্থি লাখো মানুষের বিক্ষোভ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ অক্টোবর, ২০২৫ ১৩:৫৭

গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর যুক্তরাজ্যের লন্ডনে সমাবেশ করেছে ফিলিস্তিনিপন্থি লাখো মানুষ। শনিবার বিকেলের বিক্ষোভে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের মূল কারণগুলো খুঁজে বের করে, তা সমাধানের আহ্বান জানান বিক্ষোভকারীরা। খবর বিবিসির।

মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন, ফ্রেন্ডস অব আল আকসা এবং ব্রিটেনের প্যালেস্টাইন ফোরামসহ অন্যান্যদের সাথে এ বিক্ষোভের আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি)। এতে অংশ নেয় কমপক্ষে ছয়লাখ মানুষ।

মিছিলের সময় ‘ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধ করো’, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ এ ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আইন ভঙ্গ, মারামারি এবং নিষিদ্ধ গোষ্ঠীকে সমর্থন করার মতো অপরাধের জন্য ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল বলেছেন যে তারা ফিলিস্তিনিদের সমর্থন করা কখনো বন্ধ করবেন না।

জামাল বলেন, ইসরাইল যেকোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারে। যুদ্ধবিরতি পরিকল্পনা সংঘাতের মূল কারণগুলো সমাধান করার জন্য কিছুই করেনি বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ইতিবাচক পদক্ষেপ হলেও এটি একটি অনিশ্চিত অগ্রগতি। তারা আরো বলেন, ফিলিস্তিনিরা সম্পূর্ণরূপে মুক্ত না হওয়া পর্যন্ত তারা প্রতিবাদ থামাবেন না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি প্রত্যাবর্তন চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে চুক্তি করেছে ইসরাইল ও হামাস। পরবর্তী ধাপগুলো এখনো আলোচনার মধ্যে রয়েছে।

এ বিভাগের আরো খবর