ইউক্রেন যুদ্ধ অবসানের ব্যাপারে যেকোনো আলোচনায় রাশিয়ার শক্তিশালী অবস্থানের প্রতি ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনার তাসগুলো রাশিয়ানদের হাতে রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি নির্বাচন আয়োজন করতে অস্বীকৃতি জানানোয় তাকে ‘স্বৈরশাসক’ আখ্যা দেওয়ার পর বুধবার ট্রাম্প এমন মন্তব্য করেন।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, যুদ্ধের বিষয়ে ওয়াশিংটনের অবস্থানে নাটকীয় পরিবর্তন আনার পর থেকে ট্রাম্পের সঙ্গে বিতণ্ডা করা ইউক্রেনীয় নেতার সঙ্গে বৃহস্পতিবার কিয়েভে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগের দেখা করার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রয়োজনীয় তহবিল ও অস্ত্র সরবরাহ করেছে, কিন্তু ট্রাম্প মস্কোর সাথে আলোচনা শুরু করে কিয়েভ ও তার ইউরোপীয় সমর্থকদের বিচলিত করেছেন। কারণ তারা আশঙ্কা করছেন যে, তাদের কাছে অগ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ হতে পারে।
ট্রাম্প বুধবার রাতে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, রাশিয়ানরা যুদ্ধের অবসান দেখতে চায়। কিন্তু আমার মনে হয়, তাদের হাতে এ সংক্রান্ত তাসগুলো একটু বেশিই রয়েছে। কারণ, তারা বিশাল অঞ্চল দখলে নিয়েছে। সুতরাং তাদের হাতে এ তাসগুলো রয়েছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প বলেন, জেলেনস্কি গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং তিন বছর আগে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধটি শুরু করার জন্য তিনিই দায়ী।
জেলেনস্কি ২০১৯ সালে পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হন। তার দেশ অস্তিত্বের লড়াইকালে সামরিক আইন জারি করে। সামরিক আইনের অধীনে তিনি নেতা হিসেবে বহাল রয়েছেন।