বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লেবাননের যুদ্ধবিরতি সিদ্ধান্তে ইরানের সমর্থন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ নভেম্বর, ২০২৪ ২০:২৮

লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে বৃহস্পতিবার একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন দেশটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। লেবাননে তেল আবিবের আগ্রাসনের মাত্রা ব্যাপক জোরদারের মধ্যেই তেহরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধে এই ইশারা দেয়া হলো।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে ইরান সমর্থন দেবে। শুক্রবার বৈরুত সফরকালে এই মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলি লারিজানি।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন দেশটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

লেবাননে তেল আবিবের আগ্রাসনের মাত্রা ব্যাপক জোরদারের মধ্যেই তেহরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধে এই ইশারা দেয়া হলো।

ইরান সমর্থিত হিজবুল্লাহর পক্ষ থেকে নাবিহ বেরিকে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সমর্থন দেয়া হয়েছে। খসড়া প্রস্তাবটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুক্তরাষ্ট্রের দেয়া প্রথম লিখিত প্রস্তাব। যদিও এই প্রস্তাবে কী আছে তার বিস্তারিত জানা যায়নি।

লেবাননের স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর লারিজানি বলেন, ‘স্পিকার আমাকে খসড়া প্রস্তাব সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন।

‘আমি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের লাগাম টেনে ধরতে আসিনি। বরং লেবাননের সিদ্ধান্তকেই সমর্থন দেবো। যে কোনো পরিস্থিতিতেই আমরা লেবানন সরকারকে সমর্থন দিয়ে যাবো।’

যুদ্ধবিরতির এই আলোচনার মধ্যেও লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির একাধিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

এ বিভাগের আরো খবর