বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে ভূমিধসে প্রাণহানি বেড়ে ৯৩

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ জুলাই, ২০২৪ ২১:৫৬

কেরালার ওয়েওয়ানাদ জেলার পার্বত্য অঞ্চলে মঙ্গলবার ভোরে এই ভূমিধসের ঘটনা ঘটে। আরও অসংখ্য মানুষ মাটির নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকলেও ভারী বৃষ্টিপাত ও গুরুত্বপূর্ণ একটি সেতু বিধ্বস্ত হওয়ায় তা ব্যাহত হচ্ছে।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মঙ্গলবার বড় আকারে ভূমিধস হয়েছে। এতে কমপক্ষে ৯৩ জনের মৃত্যু হয়েছে। আরও অসংখ্য মানুষ মাটির নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কেরালার ওয়েওয়ানাদ জেলার পার্বত্য অঞ্চলে মঙ্গলবার ভোরে এই ভূমিধসের ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকলেও ভারী বৃষ্টিপাত ও গুরুত্বপূর্ণ একটি সেতু বিধ্বস্ত হওয়ায় তা ব্যাহত হচ্ছে।

ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চাইলে বিবিসি হিন্দিকে রাজ্যের মন্ত্রী একে শশীন্দ্রান বলেন, ‘কয়েক ঘণ্টার মধ্যেই আমরা ক্ষয়তক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারব।’

উদ্ধার তৎপরতা কার্যক্রমে সহায়তার জন্য দুই শতাধিক সেনা সদস্যকে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভূমিধসে আহত অন্তত ১০০ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। এছাড়াও প্রায় ২৫০ জনকে উদ্ধার করে বিভিন্ন রেসকিউ ক্যাম্পে নেয়া হয়েছে।

ওয়েওয়ানাদে ৩৬ জনের পাশাপাশি চালিয়ার নদী থেকেও ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। নদীটি ওয়েওয়ানাদের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে পার্শ্ববর্তী মালাপপুরাম জেলায় প্রবেশ করেছে।

পার্বত্য জেলা ওয়েওয়ানাদ ওয়েস্টার্ন ঘাট পর্বতশ্রেণির অংশ যা বর্ষা মৌসুমের বেশিরভাগ সময়ই ভূমিধসের ঝুঁকিতে থাকে।

ভূমিধসে জেলার মুনদাক্কাই, আত্তামালা, চুরালমালা ও কুনহোমসহ বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ভূমিধস ও প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট কর্দমাক্ত পানিতে বাসিন্দাদের বাড়িঘর ও যানবাহন ভেসে যাচ্ছে। ভূমিধসে মুনদাক্কাই ও আত্তামালার সঙ্গে চুরালমালাকে সংযোগকারী একটি সেতু ধসে পড়েছে। এতে চুরালমালার সঙ্গে ওই দুটি এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে জানান, মধ্যরাতে অন্তত তিনবার ভূমিধসের ফলে সেতুটি বিধ্বস্ত হয়।

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে রাজ্যের জাতীয় দুর্যোগ ও ত্রাণ দলগুলো। তাদেরকে সহায়তা করছে স্থানীয় বাসিন্দারা।

এয়ারলিফটিংয়ের মাধ্যমে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধারের জন্য সেনাবাহিনী ও বিমানবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এ বিভাগের আরো খবর