বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান: মোদি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ জুলাই, ২০২৪ ১২:০২

মোদি বলেন, ‘যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পাকিস্তান পরাজয়ের মুখোমুখি হয়েছে। ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি এটি (পাকিস্তান)।’

পাকিস্তান ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি মন্তব্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছেন, প্রতিবেশী দেশটি এখনও সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যাচ্ছে।

ভারতের লাদাখের কারগিল যুদ্ধ স্মৃতিসৌধে ১৯৯৯ সালের যুদ্ধে প্রাণ হারানো ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোদি বলেন, ‘যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পাকিস্তান পরাজয়ের মুখোমুখি হয়েছে। ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি এটি (পাকিস্তান)।’

কারগিল যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য তাদের আত্মত্যাগ অমর হয়ে থাকবে। কারগিল বিজয় দিবস হিসেবে তাদের এ অবদানকে স্মরণ করা হবে।

কারগিলের হিমশীতল আবহাওয়ায় ১৯৯৯ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রায় তিন মাস লড়াই চলে ভারতীয় সেনাদের। ওই বছরের ২৬ জুলাই ‘অপারেশন বিজয়’ অভিযানে জয় ঘোষণা করে ভারত।

দিনটিকে ‘কারগিল বিজয় দিবস’ হিসেবে পালন করে দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্রটি।

কারগিল স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগে শিনকুন লা টানেলের নির্মাণকাজ উদ্বোধন করেন মোদি। সব ঋতুতে হিমাচল প্রদেশের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে যুক্ত করতে টানেলটি নির্মাণ করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর