যুক্তরাষ্ট্রে চলতি বছরের ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে প্রথম বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘খুব খারাপ ফিলিস্তিনি’ আখ্যা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এ বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে গাজায় যুদ্ধে হামাসকে সামরিকভাবে পুরোপুরি অক্ষম করে দিতে ইসরায়েল যে লক্ষ্য নিয়েছে, বাইডেন তা পূরণ হতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘তিনি এটা (ইসরায়েলের লক্ষ্যপূরণ) করতে চান না। তিনি ফিলিস্তিনিদের মতো হয়ে গেছেন, তবে তারা তাকে পছন্দ করে না। কারণ তিনি খুব বাজে ফিলিস্তিনি; তিনি দুর্বল।’
বিতর্কে ট্রাম্পের এ মন্তব্যকে ‘মারাত্মক বর্ণবাদী’ আখ্যা দিয়েছেন ‘আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন’ নামের একটি সংস্থার পরিচালক আয়াহ জিয়াদেহ।
তিনি বলেন, ‘ফিলিস্তিনি শব্দটাকে গালি হিসেবে ব্যবহার এখানে (যুক্তরাষ্ট্র) বর্ণবাদের গভীরতাকে তুলে ধরেছে।’
যুক্তরাষ্ট্রের নির্বাচনে দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্কের সময় অনুষ্ঠানস্থলের বাইরে ফিলিস্তিনপন্থিরা বিক্ষোভ করেন।
বিতর্কে পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা হলেও গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় ৩৮ হাজার মানুষের প্রাণহানি ও ফিলিস্তিনের দুর্ভোগের বিষয়ে আলোচনা হয়নি বললেই চলে।