ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে ৩০ জুন থেকে দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদি।
তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এনডিটিভি জানায়, পরম বিশিষ্ট সেবা মেডেল ও অতি বিশিষ্ট সেবা মেডেল পাওয়া দ্বিবেদি বর্তমানে ভারতের ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ। জেনারেল পান্ডের বিদায়ের দিনে তিনি নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদির জন্ম ১৯৬৪ সালে, যিনি ভারতীয় সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্ট জম্মু-কাশ্মীর রাইফেলসে তার চাকরি শুরু করেন ১৯৮৪ সালের ১৫ ডিসেম্বর। গত ৪০ বছরের চাকরি জীবনে তিনি নানা দায়িত্ব পালন করেন।
ভারত সরকারের মঙ্গলবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি ১৮ জম্মু-কাশ্মীর রাইফেলস, ২৬ সেক্টর আসাম রাইফেলস, আসাম রাইফেলস (পূর্ব) এবং ৯ কোরের প্রধান হিসেবে কাজ করেছেন।
ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ হওয়ার আগে ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত সময়ে লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদি পদাতিক রেজিমেন্টের মহাপরিচালক ও নর্দান কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।
উপেন্দ্র দ্বিবেদি সৈনিক স্কুল রেওয়া, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ইউএস আর্মি ওয়ার কলেজে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে তিনি ভারতের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ (ডিএসএসসি) ওয়েলিংটন ও আর্মি ওয়ার কলেজ, মহোতে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।