বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুথফেরত জরিপ ভুল প্রমাণ করল কংগ্রেস জোট

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ জুন, ২০২৪ ১৫:২৩

লোকসভার শেষ ধাপের ভোটের দিন বুথফেরত জরিপের ফল প্রকাশ করে বিভিন্ন প্রতিষ্ঠান। ওই দিন ছয় প্রতিষ্ঠানের জরিপের সারসংক্ষেপ অনুযায়ী, লোকসভার ৩৫৫ থেকে ৩৮০টি আসন পাবে এনডিএ। অন্যদিকে জরিপগুলোতে কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ ১২০টির বেশি আসনে জিতবে বলে আভাস দেয়া হয়েছিল।

ভারতের লোকসভা নির্বাচনের বুথফেরত জরিপগুলোতে বড় ব্যবধানে বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) জয়ের আভাস দেয়া হয়েছিল, তবে ভোট গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সে পূর্বাভাসকে ভুল প্রমাণ করেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (আইএনডিআইএ বা ইন্ডিয়া)।

গত ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সময়ে সাত দফায় লোকসভার ভোটগ্রহণ হয়। সপ্তম ধাপে শনিবার ভোটগ্রহণের তিন দিন পর গণনা শুরু হয় মঙ্গলবার।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ২৭২ আসন।

এখন পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী, সরকার গঠনে প্রয়োজনীয় আসন পেতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

এনডিটিভির সর্বশেষ খবর অনুযায়ী, লোকসভায় ভোট হওয়া ৫৪৩ আসনের মধ্যে ২৯০টিতে এগিয়ে ছিল এনডিএ। অন্যদিকে ২৩৪টি আসনে এগিয়ে ছিল ইন্ডিয়া।

লোকসভার শেষ ধাপের ভোটের দিন বুথফেরত জরিপের ফল প্রকাশ করে বিভিন্ন প্রতিষ্ঠান। ওই দিন ছয় প্রতিষ্ঠানের জরিপের সারসংক্ষেপ অনুযায়ী, লোকসভার ৩৫৫ থেকে ৩৮০টি আসন পাবে এনডিএ।

পাঁচ বছর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৫৩ আসন, যেখানে বিজেপি এককভাবে জিতেছিল ৩০৩টি।

এবারের নির্বাচন শেষে রিপাবলিক ভারত-পি মার্কের জরিপের ফল অনুযায়ী, এনডিএ পাচ্ছে ৩৫৯ আসন। ইন্ডিয়া নিউজ-ডি-ডায়নামিকসের জরিপ বলছিল, জোটটি পাবে ৩৭১ আসন। রিপাবলিক ভারত-ম্যাট্রিজের জরিপে এনডিএর আসন ধরা হয়েছিল ৩৫৩ থেকে ৩৬৮।

এর বাইরে দৈনিক ভাস্কর এনডিএর ২৮১ থেকে ৩৫০, নিউজ নেশন ৩৪২ থেকে ৩৭৮ এবং জান কি বাত ৩৬২ থেকে ৩৯২ আসন পাওয়ার পূর্বাভাস দেয়।

অন্যদিকে জরিপগুলোতে কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ ১২০টির বেশি আসনে জিতবে বলে আভাস দেয়া হয়েছিল।

এ বিভাগের আরো খবর