বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাফায় আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে আইসিজের নির্দেশ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ মে, ২০২৪ ২২:৩৯

ইসরায়েলের ওপর আদালতের এই রায় কার্যকরের কোনো উপায় না থাকলেও এ রায়টি বিশ্ব থেকে দেশটিকে বিচ্ছিন্ন করার একটি বড় হুমকি হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে রয়টার্স।

অবিলম্বে দক্ষিণ গাজার শহর রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

দক্ষিণ আফ্রিকার করা মামলার পরিপ্রেক্ষিতে এক জরুরি রায়ে শুক্রবার এ নির্দেশ দেয় জাতিসংঘের শীর্ষ এ আদালত।

ইসরায়েলের ওপর আদালতের এই রায় কার্যকরের কোনো উপায় না থাকলেও এ রায়টি বিশ্ব থেকে দেশটিকে বিচ্ছিন্ন করার একটি বড় হুমকি হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে রয়টার্স।

রায়ে সামরিক অভিযান বন্ধের পাশাপাশি রাফায় ত্রাণ প্রবেশের জন্য মিশর সীমান্ত খুলে দেয়া এবং তদন্তের স্বার্থে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় প্রবেশের অনুমতি দেয়ার মতো নির্দেশও দেয়া হয়েছে।

এসব আদেশ পালনের অগ্রগতি জানিয়ে এক মাসের মধ্যে ইসরায়েলকে আইসিজেতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গাজার শাসক গোষ্ঠী হামাসের হামলার জবাবে উপত্যকায় ভয়াবহ আগ্রাসন শুরু করে ইসরায়েল।

দেশটির হামলায় গাজায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩৫ হাজার ৮০০ মানুষ। উপত্যকায় আহত হয়েছে ৮০ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি।

এছাড়া ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় কমপক্ষে সাত হাজার মানুষ নিখোঁজ রয়েছে যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভাষ্য, গাজায় হতাহত ফিলিস্তিনিদের বেশিরভাগ নারী ও শিশু।

ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকা নিশ্চিত করতে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা রাফায় ইসরায়েলের হামলা বন্ধের জন্য আইসিজের কাছে জরুরি ব্যবস্থা চেয়ে আবেদন করেন। সেই মামলায় এ আদেশ দিল জাতিসংঘের শীর্ষ আদালত।

তবে ইসরায়েল আইসিজের সদস্য না হওয়ায় তাদের এ রায় মানার বাধ্যবাধকতা নেই। কিন্তু ফিলিস্তিন সদস্য হওয়ায় ইসরায়েলের ওপর এই আদালতের এখতিয়ার রয়েছে।

এ বিভাগের আরো খবর