ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এই দুর্ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি। সেখান থেকে ফেরার সময় ভারজাকান এলাকায় হেলিকপ্টারটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম রোববার এক্সে এক পোস্টে এ খবর জানিয়েছে।
তাসনিম ওই বার্তায় বলেছে, ‘হেলিকপ্টারটিতে থাকা প্রেসিডেন্টের কয়েকজন সফরসঙ্গী কেন্দ্রীয় সদর দফতরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। এতে আশা করা হচ্ছে যে, এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি।’
তবে রাইসিকে বহনকারী ওই হেলিকপ্টারের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত করতে পারেনি ওই বার্তা সংস্থা।
তারা আরও জানিয়েছে, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি তিনটি হেলিকপ্টারের একটি বহরের অংশ ছিল। মন্ত্রী এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের বহন করা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদেই তাদের গন্তব্যে পৌঁছেছে।
তাসনিম বলেছে, ‘তাবরিজে শুক্রবারের জুমার নামাজের ইমাম সাইয়েদ মোহাম্মদ আলি আল-হাশেম, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রেসিডেন্টের সঙ্গে ওই হেলিকপ্টারে ছিলেন।’
‘হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিং করেছে এবং কুয়াশাচ্ছান্ন অবস্থার কারণে উদ্ধারকারীরা এখনও ঘটনাস্থলে পৌঁছতে পারেননি।’
এদিকে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি পাহাড়ি বনাঞ্চল ডিজমারে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে কোন ধরনের হেলিকপ্টার প্রেসিডেন্টকে বহন করছিল তা এখনও প্রকাশ করা হয়নি।