বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কানাডায় শিখ নেতা নিজ্জার হত্যায় ৩ ভারতীয় গ্রেপ্তার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ মে, ২০২৪ ১০:২৪

রয়টার্স জানায়, গত বছরের জুনে কানাডায় অজ্ঞাত পরিচয় দুই দুর্বৃত্তের গুলিতে মৃত্যু হয় ৪৫ বছর বয়সী শিখ-কানাডিয়ান নেতা হরদীপ সিং নিজ্জারের। সারে শহরের গুরু নানক শিখ গুরুদ্বারের পার্কিং লটে গুলি করে হত্যা করা হয় তাকে।

ভারতীয় বংশোদ্ভূত খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেপ্তার করেছে কানাডিয়ান পুলিশ।

সেই সঙ্গে ভারত সরকারের সঙ্গে এ তিনজনের কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে রয়টার্সের শনিবারের প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুনে কানাডায় অজ্ঞাত পরিচয় দুই দুর্বৃত্তের গুলিতে মৃত্যু হয় ৪৫ বছর বয়সী শিখ-কানাডিয়ান নেতা হরদীপ সিং নিজ্জারের। সারে শহরের গুরু নানক শিখ গুরুদ্বারের পার্কিং লটে গুলি করে হত্যা করা হয় তাকে।

তিনি কানাডার গুরু নানক শিখ গুরুদ্বারের সভাপতি ছিলেন। এর আগে তাকে ওয়ান্টেড টেরোরিস্ট বলে ঘোষণা করে ভারত সরকার।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি গুরুদুয়ারায় ঝুলছে নিহত শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের ছবি। ফাইল ছবি

নিজ্জারকে হত্যার কয়েক মাস পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় ভারত সরকারের সম্পৃক্ততার প্রমাণ উদ্ধৃত করেন। যা দিল্লির সঙ্গে কানাডার কূটনৈতিক সংকট সৃষ্টি করে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের নাম করনপ্রীত সিং (২৮), কমলপ্রীত সিং (২২) এবং করন ব্রার (২২)।

আলবার্টার অ্যাডমন্টন শহরে শুক্রবার এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সোমবারের মধ্যে তাদের ব্রিটিশ কলম্বিয়া পৌঁছানোর কথা রয়েছে।

আরসিএমপি সুপারিনটেনডেন্ট মনদীপ মুকার জানান, ভারত সরকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। পুলিশ যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করেছে। এ হত্যার ঘটনায় আরও অনেকে আটক হতে পারে।

নিজ্জার হত্যাকাণ্ডের পর ভারত ও কানাডার মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এ ঘটনায় ভারত জড়িত- এমন অভিযোগ তুলে দেশটির এক কূটনীতিককে গত বছর বহিষ্কার করে কানাডা। এর একদিন পরই পাল্টা জবাব হিসেবে কানাডার এক কূটনীতিককে নিজ দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেয় ভারত সরকার।

এ বিভাগের আরো খবর