ইমেইলে বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে বুধবার ভারতের দিল্লি ও নয়ডার বেশ কিছু স্কুল খালি করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
সংবাদমাধ্যমটির খবরে জানানো হয়, স্কুলগুলোতে গিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন পুলিশ কর্মকর্তারা।
আজ সকালে শুরুর দিকে হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে রয়েছে চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, পূর্ব দিল্লির ময়ূর বিহারের মাদার মেরি স্কুল এবং দোয়ারকা এলাকার দিল্লি পাবলিক স্কুল।
দিনের ওই সময় থেকে আরও প্রায় অর্ধশত স্কুলের কাছে একই ধরনের মেইল পাঠানো হয়েছে। এসব মেইলে ক্যাম্পাসে বিস্ফোরক রয়েছে বলে দাবি করা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, উদ্ধারকারী দল এখনও সন্দেহজনক কিছু পায়নি।
দিল্লি পুলিশের ভাষ্য, যে ইমেইল থেকে হুমকি দেয়া হয়েছে, সেটির আইপি অ্যাড্রেস বের করার চেষ্টা করা হচ্ছে, তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কে, কোথা থেকে ইমেইল পাঠিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘এটি অপকর্ম। আতঙ্ক ছড়াতে এত বড় পরিসরে সব স্কুলে মেইল পাঠানো হয়েছে।
‘সাইবার সেল ইউনিট ইমেইল ও আইপি অ্যাড্রেস চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।’