দেশ ও বিদেশে গণতন্ত্র হুমকিতে আছে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সামরিক জোট ন্যাটো নিয়ে সাবেক রাষ্ট্রপ্রধান ডনাল্ড ট্রাম্পের অবস্থান অগ্রহণযোগ্য।
স্থানীয় সময় বৃহস্পতিবার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন এ কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সিনেটের যৌথ অধিবেশনে উপস্থিত আইনপ্রণেতাদের সামনে দেয়া বক্তব্যের শুরুতেই ট্রাম্পের সরাসরি সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
প্রতিরক্ষায় ব্যয় না বাড়ালে ন্যাটোর মিত্র অন্য দেশগুলোতে হামলার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্পের আহ্বানের সমালোচনা করে বাইডেন বলেন, “বর্তমানে আমার পূর্বসূরি, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পুতিনকে বলছেন, ‘আপনার যা ইচ্ছা তাই করেন।’”
তিনি বলেন, ‘আমি মনে করি এটি গর্হিত, মারাত্মক ও অগ্রহণযোগ্য।’
রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দিতে কংগ্রেসকে তাগিদ দেয়া বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে বলেন, ‘আমরা পিছু হটব না।’
ভাষণে গণতন্ত্র, গর্ভপাতের অধিকার ও অর্থনীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বাইডেনের অবস্থানগত ফারাকের বিষয়টি উঠে আসে।