পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)।
ঘোষিত নির্বাচনের ফলাফলে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এখন জোট সরকার গঠনই একমাত্র পথ বলে রোববার একাধিক আন্তর্জাতিক সংবাদমাদ্যম জানিয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৭টি আসন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ তথা পিএমএল-এন পেয়েছে ৭৬টি আসন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪টি আসন। অন্যান্যরা পেয়েছেন ৩৭ আসনে জয়।
স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা কারাবন্দি ইমরান খানের সমর্থিত।
গত ৮ ফেব্রুয়ারি এই সাধারণ নির্বাচনের ভোট হয়। জাতীয় পরিষদের মোট ২৬৬ আসনের মধ্যে একটিতে ভোট স্থগিত ও একটি আসনে ফল স্থগিত রাখা হয়েছে। সরকার গঠনে প্রয়োজন ১৩৪ আসন।
জঙ্গি হামলা, অর্থনৈতিক সংকট ও ব্যাপক রাজনৈতিক মেরুকরণের মধ্যে ভোটে যায় পাকিস্তান। নির্বাচনের আগে বিশ্লেষকরা বলেছিলেন, এতে স্পষ্ট কোনো বিজয়ী হয়তো দেখা যাবে না। ভোটের ফলেও সেই তথ্যই স্পষ্ট হলো।