পাকিস্তানে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিভিন্ন আসনে রিটার্নিং অফিসার ঘোষিত ফল চ্যালেঞ্জ করে আদালতে এক ডজনের বেশি আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-সমর্থিত প্রার্থীরা।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন শনিবার জানায়, ফল চ্যালেঞ্জ করে বেশির ভাগ আবেদন করা হয়েছে লাহোর হাইকোর্টে (এলএইচসি)। অন্যদিকে দুজন পিটিআই সমর্থিত প্রার্থী ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) এবং কমপক্ষে তিনজন প্রার্থী আবেদন করেছেন সিন্ধ হাইকোর্টে (এসএইচসি)।
এলএইচসিতে করা আবেদনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ তথা পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফ ও তার মেয়ে মারিয়াম নওয়াজ এবং ইসতেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) প্রেসিডেন্ট আলিম খানের জয় চ্যালেঞ্জ করা হয়েছে।
পাকিস্তান জাতীয় পরিষদে ইসলামাবাদের ৪৭ ও ৪৮ নম্বর আসনের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন পিটিআই-সমর্থিত প্রার্থী শোয়াইব শাহিন ও আলি বুখারি।
পিটিআই সিন্ধের প্রেসিডেন্ট হালিম আদিল শেখ এনএর ২৩৮ নম্বর আসনের ফল এবং আরসালান খালিদ এনএর ২৪৮ নম্বর আসনের ফল চ্যালেঞ্জ করে এসএইচসিতে আবেদন করেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ভোট হয় ২৬৫টিতে। এর মধ্যে এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত ফল অনুযায়ী, ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন ১০২টি আসনে।
নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল-এন ৭৩টি, বিলাওয়াল ভুট্টোর পিপিপি ৫৪টি আসন পেয়েছে। এর বাইরে এমকিউএম-পি ১৭, জেইউআই-এফ তিন ও অন্যান্য দল ৯টি আসন পেয়েছে।