বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনৈসলামিক বিয়ের দায়ে ইমরান-বুশরার ৭ বছর জেল

ইমরান-বুশরার বিয়েকে ‘অনৈসলামিক ও অবৈধ’ উল্লেখ করে গত বছরের ২৫ নভেম্বর মামলা করেন বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকা। মামলায় এ বিয়েকে ‘প্রতারণামূলক’ বলে অভিহিত করেন তিনি। তার দাবি, তার সঙ্গে বিয়েবিচ্ছেদের পর ইদ্দত চলাকালে ইমরান খানের সঙ্গে বিয়ে হয়ে যায় বুশরার।

‘অনৈসলামিক বিয়ে’ সংক্রান্ত মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

শনিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের অভ্যন্তরে স্থাপিত সিভিল আদালতের সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহ এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছেন তিনি। খবর বিবিসির

শুক্রবার ওই কারাগারের ভেতর প্রায় ১৪ ঘণ্টা ধরে মামলার শুনানি হয়। সারা দিন শুনানি শেষে রায় সংরক্ষণ করে আদালত। পরে শনিবার এ রায় ঘোষণা করা হয়।

ইমরান-বুশরার বিয়েকে ‘অনৈসলামিক ও অবৈধ’ উল্লেখ করে গত বছরের ২৫ নভেম্বর মামলা করেন বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকা। মামলায় এ বিয়েকে ‘প্রতারণামূলক’ বলে অভিহিত করেন তিনি।

তার দাবি, তার সঙ্গে বিয়েবিচ্ছেদের পর ইদ্দত (নির্দিষ্ট সময়) চলাকালে ইমরান খানের সঙ্গে বিয়ে হয়ে যায় বুশরার।

মানেকার অভিযোগ, তার শান্তিপূর্ণ বৈবাহিক জীবনে অনুপ্রবেশের মাধ্যমে ‘অনৈতিক আকাঙ্ক্ষা হাসিল করেছেন’ ইমরান খান। এতে তিনি এবং তার পরিবার কলঙ্কিত হয়েছেন। ইমরান খান তার পুরো জীবন নষ্ট করে দিয়েছেন বলেও অভিযোগ করেন মানেকা।

শনিবার আদালতের রায়েও মানেকার অভিযোগকে সমর্থন জানিয়ে বলা হয়, ২০১৮ সালে বুশরা বিবির সঙ্গে ইমরান খানের বিয়ে অনৈসলামিক এবং অবৈধ।

মুসলিম বিবাহ আইন অনুসারে, স্বামীর মৃত্যু বা বিয়ে বিচ্ছেদের পর কয়েক মাস নারীদের অন্যত্র বিয়ে করা নিষিদ্ধ। আদালতের পর্যবেক্ষণে আসে যে, বুশরা বিবি ওই সময়ের আগেই ইমরানের সঙ্গে বিয়েবন্ধনে জড়িয়েছেন।

এ বিভাগের আরো খবর