কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক গ্যাস কারখানায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত ও প্রায় তিন শ মানুষ আহত হয়েছেন।
কেনিয়া সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরা বলেছেন, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে নগরীর এম্বাকাসি এলাকায় অবস্থিত ওই কারখানায় সিলিন্ডার ভর্তি একটি ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারদিকে তীব্র আগুনের গোলা ছড়িয়ে পড়ে।
আগুনে আশপাশের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবিসির প্রতবেদনে বলা হয়।
ঘটনার পর সম্পূর্ণ এলাকাটিকে ঘিরে রেখেছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘটনার পর একজন নিরাপত্তাকর্মীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে গঠিত হয়েছে তদন্ত দল।
নিহত তিনজনের মধ্যে একটি শিশুও রয়েছে জানিয়ে এম্বাকাসি পুলিশ প্রধান ওয়েসলি কিমেটোর বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নাইরোবির মেয়র সাকাজা জনসন বলেন, ‘২৫ শিশুসহ অন্তত ২৭১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে গুরুতর অবস্থায় ৩৯ জনকে বিশেষ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।’
ঘটনাস্থল থেকে আরও ২৭ জনকে প্রাণনাশের শঙ্কা না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয় বলে জানান তিনি।
ঘটনার পরপর কেনিয়া সরকার জানিয়েছিল, এম্বাকাসির একটি গ্যাস কারখানায় শ্রমিকরা সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ পরে বিষয়টি স্পষ্ট করে যে, পার্কিং ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকে বিস্ফোরণ হলে মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়।
আইজ্যাক মওয়াউরা বলেন, ‘বিস্ফোরণের সময় আগুনের একটি গোলা ছিটকে গিয়ে পাশের একটি পোশাকের গুদামের ওপর পড়ে। ফলে সেটিতে আগুন ধরে ভস্মীভূত হয়ে যায়।
‘দুঃখজনকভাবে, আশেপাশের আবাসিক ভবনগুলোতেও আগুন লাগে। অনেক বাসিন্দা এখনও সেই সব বাড়ির ভেতরে রয়েছেন।’
তবে এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কেউ নিখোঁজ বা অন্য কোথাও আশ্রয় নিয়েছে কি না, তা নিয়ে অনুসন্ধান চালাছে দেশটির নিরাপত্তা বাহিনী।