বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাইভে প্রাণী হত্যা, ইউটিউবার গ্রেপ্তার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ জানুয়ারি, ২০২৪ ১১:৪২

আপার ডার্বির পুলিশ সুপার টিমোথি বার্নহার্ড বলেন, ‘ভিডিও চলাকালীন মনসি দর্শককে তার পোস্টে লাইক দিতে অনুরোধ করেন। যতক্ষণ না তিনি লাইক ও ভিউজ (লাইভ দর্শকের সংখ্যা) নিয়ে সন্তুষ্ট হন, ততক্ষণ তিনি প্রাণীটিকে নির্যাতন করতে থাকেন এবং একপর্যায়ে মেরে ফেলেন।’

ইউটিউব লাইভে গিয়ে প্রাণী নির্যাতন ও হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৮ বছর বয়সী আনিগার মনসি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক ও ফলোয়ার বাড়ানোর জন্য জীবন্ত মুরগি, কবুতর, খরগোশ ও ব্যাঙকে নির্যাতন করে হত্যা করেন বলে জানায় নিউ ইয়র্ক পোস্ট।

পুলিশ জানিয়েছে, আনিগার মনসির চ্যানেলে পোস্ট করা চারটি লাইভ স্ট্রিম ভিডিওর জন্য গত সপ্তাহে প্রাণী নির্যাতনের অভিযোগ আনা হয়। প্রাণী অধিকার সংস্থা- পেটার প্রতিবেদন তদন্ত করার পর শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

আপার ডার্বির পুলিশ সুপার টিমোথি বার্নহার্ড বলেন, ‘ভিডিও চলাকালীন মনসি দর্শককে তার পোস্টে লাইক দিতে অনুরোধ করেন। যতক্ষণ না তিনি লাইক ও ভিউজ (লাইভ দর্শকের সংখ্যা) নিয়ে সন্তুষ্ট হন, ততক্ষণ তিনি প্রাণীটিকে নির্যাতন করতে থাকেন এবং একপর্যায়ে মেরে ফেলেন।’

বার্নহার্ড বলেন, ‘এটা খুবই অমানবিক ও বর্বর কাজ। এর মাধ্যমে তিনি আরও মানুষকে এমন কাজ করতে উৎসাহিত করছেন।’

শুক্রবার মনসির পোস্ট করা ‘কুকিং লাকি’ শিরোনামের শেষ ইউটিউব ভিডিওটিতে দেখা যায়, তিনি একটি ছুরি ব্যবহার করে রান্নাঘরে জীবন্ত মুরগির ঘাড় কাটছেন এবং মুরগি দুটো পালানোর চেষ্টা করছে।

এ বিভাগের আরো খবর