ফিলিস্তিনের গাজা উপত্যকা বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়েছে উল্লেখ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস।
আল জাজিরার শুক্রবারের প্রতিবেদনে গ্রিফিথসকে উদ্ধৃত করে বলা হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন ‘মৃত্যু ও হতাশার’ জাগায় পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা হামলায় গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
গ্রিফিথস বলেছেন, ‘আমরা অবিলম্বে যুদ্ধের সমাপ্তির দাবি জানাচ্ছি। শুধু গাজার জনগণ এবং এর হুমকিপ্রাপ্ত প্রতিবেশীদের জন্য নয়, বরং আগামী প্রজন্মের জন্য, যারা এ হামলার কথা কখনোই ভুলবে না।
‘এই যুদ্ধ কখনই শুরু করা উচিত হয়নি, তবে এটি শেষ হতে অনেক বিলম্ব হয়ে গেছে।’
তিনি বলেন, ‘জনগণ তাদের অস্তিত্বের জন্য প্রতিদিন হুমকি প্রত্যক্ষ করছে এবং বিশ্ব তা তাকিয়ে দেখছে। এদিকে মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর জন্য ২০ লাখেরও বেশি লোককে সাহায্য করা অসম্ভব হয়ে পড়ায় তারা মিশন ছেড়ে যাচ্ছে।’
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত গাজা উপত্যকার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস এবং রাফাহ ও মধ্য গাজার কিছু অংশে বিমান হামলা অব্যাহত রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২২ হাজার ৬০০ লোক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু।