জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে ইশিকাওয়া অঞ্চলের নোটো এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পে অনেক ভবন ধ্বংস হয়ে গেছে, কয়েক হাজার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। কিছু উপকূলীয় অঞ্চলে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে বলেছে, অবিলম্বে সব বাসিন্দাকে অবশ্যই উঁচু জায়গায় সরিয়ে নিতে হবে।
জাপানে আঘাত হানা ভূমিকম্প দেশটির পশ্চিম উপকূল এবং প্রতিবেশী দক্ষিণ কোরিয়া বরাবর প্রায় ১ মিটার জল তরঙ্গ ছড়িয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জাপান সাগরের উপকূলীয় প্রিফেকচার ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামাতে সুনামি সতর্কতা জারি করেছে। রাশিয়া ও উত্তর কোরিয়াও কিছু এলাকায় সুনামির সতর্কতা জারি করেছে।