অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় বজ্রঝড়ের আঘাতে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে।
আল জাজিরার বুধবারের প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ায় বড়দিনের ছুটির মধ্যে দেশটির পূর্বাঞ্চলে তীব্র বজ্রঝড়ে ৯ জন নিহত হয়েছে। এ ঝড়ে গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ে কয়েক হাজার পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাদেশিক রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) উত্তরে জিমপি শহরের কাছে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা বন্যার পানিতে ভেসে গিয়েছিলেন। এ ছাড়া ব্রিসবেনের দক্ষিণে ঝড়ের মধ্যে পানিতে নিখোঁজ হওয়ার পর নয় বছর বয়সী এক মেয়েকে মৃত অবস্থায় পাওয়া যায়।
জিমপির মেয়র গ্লেন হার্টউইগ এবিসি নিউজকে জানান, ২৫ ও ২৬ ডিসেম্বর দেশটির পূর্ব উপকূলে শিলাবৃষ্টি, প্রবল বাতাস এবং মুষলধারে বৃষ্টিসহ বজ্রঝড় আঘাত হানে।