ইরান থেকে উৎক্ষেপণ করা ড্রোন ভারত মহাসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি রাসায়নিক ট্যাংকারে আঘাত করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন ‘কেম প্লুটো’ জাহাজে আঘাত করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এ বিষয়ে ইরান এখনও কোনো মন্তব্য করেনি।
জাহাজটি সৌদি আরব থেকে ভারতের দিকে যাচ্ছিল এবং ইসরায়েলের সঙ্গে যুক্ত ছিল।
সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রেয়ের মতে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যারা ইরান সমর্থিত ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হামাসকে সমর্থন করে তারাই এ হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে, জাহাজকে লক্ষ্যবস্তু করার ঘটনায় তারা এই প্রথমবারের মতো প্রকাশ্যে ইরানকে অভিযুক্ত করেছে।
পেন্টাগনের একজন মুখপাত্র বলেন, ‘জাপানের মালিকানাধীন কেম প্লুটো নামের জাহাজটি লাইবেরিয়ার পতাকা বহন করছিল। নেদারল্যান্ডস পরিচালিত এ রাসায়নিক ট্যাংকারটিতে গতকাল স্থানীয় সময় সকাল ১০টায় ইরান থেকে ছোড়া ড্রোন আঘাত করে। ভারতের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে এই হামলার ঘটনা ঘটে।’