পাপুয়া নিউ গিনিতে আঘাত হেনেছে ৬ দশমিক ৫ মাত্রার এক শক্তিশালী এক ভূমিকম্প।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৪৬ মিনিটে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রের পূর্ব সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াক শহর থেকে ২০ কিলোমিটার দূরে আঘাত হানে। এটি হচ্ছে সমুদ্র উপকূলবার্তী একটি শহর।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র পৃথক এক বুলেটিনে বলেছে, এতে সুনামির কোনো হুমকি নেই।
পাপুয়া নিউ গিনির অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হেনে থাকে। ফলে সেখানের জনসাধারণের কাছে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।