ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকতায় জ্বালানিবাহী কয়েকটি ট্রাক ঢুকেছে।
মিশরের রাফাহ ক্রসিং সীমান্ত দিয়ে ঢোকা এই জ্বালানি গাজার হাসপাতাল ও বেসরকারি সংস্থাগুলোর মানবিক সহায়তা কার্যক্রমে ব্যবহার করা হবে বলে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদেন বলা হয়েছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, আমরা এখন ট্র্যাক করছি, ছয়টি ট্রাক প্রায় ১৮ হাজার গ্যালন জ্বালানি নিয়ে গাজায় প্রবেশ করেছে।
তিনি বলেন, এই জ্বালানি খাদ্য বিতরণে সহায়তা করবে এবং হাসপাতালের জেনারেটরকে সহায়তা করবে; যাতে রোগীদের সেবা চালিয়ে যাওয়া যায়।
ইসরায়েলে ঢুকে হামাস গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় টানা হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলা শুরুর পর ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দেশটি।
টানা হামলার শিকার গাজায় খাবার, পানি, ওষুধ ও জ্বালানির সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কদিন আগে মিশরের রাফা ক্রসিং দিয়ে কয়েকটি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে ওই উপত্যকতায়। তবে এতদিন জ্বালানি প্রবেশে ইসরায়েল অনুমতি ছিল না।
বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক চাপের মধ্যে সম্প্রতি শুধু হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর জন্য জ্বালানির অনুমতি দেয়া হয়।
ভূমধ্যসাগরের তীরবর্তী গাজার সীমান্তের বড় অংশই ইসরায়েলের সঙ্গে, বাকিটা মিশরের সঙ্গে। এর দৈর্ঘ্য ৪১ কিলোমিটার এবং প্রশস্ত ১০ কিলোমিটার। প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করছে গাজায়।