ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননের দক্ষিণ ও বেকা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে, যেগুলোকে তারা ‘সন্ত্রাসী অপরাধ’ বলে অভিহিত করেছে। বৃহস্পতিবারের এসব হামলায় একাধিক নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামলাগুলোকে ‘সন্ত্রাসী ও আগ্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে নিহতদের পরিবার ও লেবাননের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ইসরায়েলি দখলদার শাসনকেই এসব অপরাধের জন্য বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত।বাঘাই বলেন, ইসরায়েলের এই দায়মুক্তির সংস্কৃতি যুক্তরাষ্ট্রের সর্বাত্মক রাজনৈতিক ও সামরিক সহায়তা থেকেই উৎসারিত।তার মতে, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর বারবার হামলা এবং যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘন ইসরায়েলের ‘অন্তর্নিহিত সন্ত্রাসী ও আধিপত্যবাদী চরিত্রের’ই প্রমাণ বহন করে।তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন, যা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।ইরানি মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন, যেন তারা ইসরায়েলের এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় এবং লেবাননসহ অঞ্চলের অন্যান্য স্থানে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধে পদক্ষেপ গ্রহণ করে।’নতুন আক্রমণ হবে আরেকটি ব্যর্থতা’জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ‘পুনরায় শক্তি প্রয়োগের’আশঙ্কা করছেন তিনি। চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি নজিরবিহীন বোমা হামলা চালায়। ফলে যুদ্ধ শুরু হলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোকে টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রও ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়। এই সংঘাত এপ্রিলে শুরু হওয়া তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনাকে ব্যাহত করে। ২৪ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।সুইস সংবাদপত্র ‘লে টেম্পসের’ সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ‘যদি কূটনীতি ব্যর্থ হয়, তাহলে আমি পুনরায় শক্তি প্রয়োগের আশঙ্কা করছি’। তার এই সাক্ষাৎকারটি বুধবার প্রকাশিত হয়।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার বলেছেন, গ্রোসির মন্তব্য ‘উদ্বেগের বশে নাকি হুমকি হিসেবে’ তা স্পষ্ট নয়।তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘কিন্তু যারা এই ধরনের হুমকি দিচ্ছেন তাদের বুঝতে হবে যে একটি ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি করলে তা কেবল আরেকটি ব্যর্থতার দিকেই নিয়ে যাবে’।১২ দিনের যুদ্ধের পরপরই ইরান এবং আইএইএ’র মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। তেহরান ইসরায়েলি ও মার্কিন হামলার পর্যাপ্ত নিন্দা জানাতে আইএইএ’র ব্যর্থতার কারণে সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে।সেপ্টেম্বরে, ইরান এবং আইএইএ একটি নতুন সহযোগিতা কাঠামোতে সম্মত হয়। কিন্তু কয়েক সপ্তাহ পরে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ২০১৫ সালের পরমাণু চুক্তির অধীনে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনার পর তেহরান সেই কাঠামোটিকে অবৈধ বলে ঘোষণা করে।২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে আসার পর এই চুক্তি কার্যকরভাবে বাতিল হয়ে যায়।সাক্ষাৎকারে গ্রোসি বলেছেন, যুদ্ধের পর থেকে ইরান ‘পরিদর্শনের ওপর সীমা আরোপ করেছে কারণ, এটি তার নিরাপত্তার জন্য হুমকি’ এবং শুধুমাত্র পরিদর্শকদের ‘অল্প পরিমাণে’ অনুমতি দিয়েছে।
লেবাননে ইসরায়েলি বিমান হামলা ‘সন্ত্রাসী অপরাধ’
এ বিভাগের আরো খবর/p>