ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যুদ্ধের অধিকার নেই বলে মত দিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৃহস্পতিবার দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের অঞ্চলগুলোর জন্য নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত বলেন, ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনিদের ‘যুধ্যমান দখলদারত্বে’ রেখেছে ইসরায়েল।
আলবানিজের ভাষ্য, হামাসের অস্তিত্ব থাকা সত্ত্বেও ইসরায়েলের কার্যত নিয়ন্ত্রণ থাকায় গাজা ‘দখলদারত্বে’ রয়েছে।
জাতিসংঘে ইসরায়েলের মিশনের সাবেক এক বক্তৃতালেখক ফ্রান্সিসকা আলবানিজকে ‘হামাসের পক্ষাবলম্বনকারী’ হিসেবে আখ্যা দেয়ার পরিপ্রেক্ষিতে এক্সে নিজের অভিমত তুলে ধরেন বিশেষ দূত।