ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার শুরু থেকেই সমর্থন দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হামলায় উপত্যকাটিতে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হলেও দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে থামাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে গাজায় গণহত্যা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর)।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি আদালতে করা ওই মামলায় অভিযোগ করা হয়েছে, গাজায় ইসরায়েলের গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। মামলায় আদালতের কাছে আরজি জানানো হয়েছে, ইসরায়েলকে সমরাস্ত্র, অর্থ ও কূটনৈতিক সহায়তা দেয়া থেকে যুক্তরাষ্ট্রকে যেন বিরত রাখা হয়। আর বাইডেন ছাড়াও (যুক্তরাষ্ট্রের) পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন যেন গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ড ঠেকাতে ব্যবস্থা নেন।
ফিলিস্তিনিদের পক্ষে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংস্থা ও ব্যক্তির পক্ষে করা সিসিআরের ওই মামলায় বলা হয়েছে, নির্বিচার হত্যাকাণ্ড, বেসামরিক স্থাপনায় হামলা এবং জোরপূর্বক মানুষকে ভিটেমাটি ছেড়ে যেতে বাধ্য করার মধ্য দিয়ে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ১৯৪৮ সালের গণহত্যাবিরোধী আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী হত্যাকাণ্ড থামাতে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোকে তাদের ক্ষমতা ও প্রভাব কাজে লাগাতে হবে।
সিসিআর বলছে, ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে আইনগত ন্যায্যতা দেয় না।