বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিভি চ্যানেলে চাকরি নিলেন বরিস জনসন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ অক্টোবর, ২০২৩ ২৩:১৩

আগামী বছর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নির্বাচনের সংবাদ প্রকাশে মূল দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া ‘বিশ্বে ব্রিটেনের শক্তি প্রদর্শন’ নামে একটি সিরিজে উপস্থাপনা করতে দেখা যাবে তাকে।

ব্রিটেনের জিবি নিউজ নামের একটি টেলিভিশন চ্যানেলে চাকরি নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বছরের শুরুতে তিনি ব্রিটেনের এমপি পদ থেকে সরে দাঁড়ান।

নতুন কর্মজীবনে তাকে উপস্থাপক, অনুষ্ঠান নির্মাতা ও ভাষ্যকারের কাজ করতে দেখা যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

আগামী বছর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নির্বাচনের সংবাদ প্রকাশে মূল দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া ‘বিশ্বে ব্রিটেনের শক্তি প্রদর্শন’ নামে একটি সিরিজে উপস্থাপনা করতে দেখা যাবে তাকে।

নতুন কর্মজীবন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে তিনি রাজনীতি এবং বৈশ্বিক ইস্যুতে নিজের কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ভিডিওটিতে তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি খুব শিগগিরই জিবি নিউজে যোগ দিতে যাচ্ছি। চ্যানেলটিতে আমি রাশিয়া, চীন, ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল তুলে ধরব।’

যুক্তরাজ্যের রাজনীতি নিয়ে তিনি বলেন, ‘আমাদের সেরা দিনগুলো কেন এখনও ধরা দেয়নি, সেসব বিষয় আমি এখানে তুলে ধরব।’

এর আগে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে কলাম লেখকের কাজ করছেন জনসন। তবে তিনি একা নন, ব্রিটেনের এমপি পদ ছেড়ে এর আগে দেশটির সাবেক বিজনেস সেক্রেটারি জ্যাকব রিস-মগ, পার্টির ডেপুটি চেয়ারম্যান লি অ্যান্ডারসন এবং এমপি যুগল এথার ম্যাকভি এবং ফিলিপ ডেভিস একইভাবে সংবাদমাধ্যমে কাজ করেছেন।

এ বিভাগের আরো খবর