গাজা শহরের একটি হাসপাতালে বোমা হামলায় কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে।
এ হামলার জন্য ফিলিস্তিন ও ইসরায়েল একে অপরকে দায়ী করছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়।
গাজার আল-আহলি আরব হাসপাতালে মঙ্গলবার রাতে ইসরায়েলি বিমান হামলার কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে হামাস।
অন্যদিকে ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলে ছোড়া ফিলিস্তিনের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর তা ব্যর্থ হলে, ভূপাতিত হয়ে বিস্ফোরণ হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার রাতে বলেন, ‘হামাসের সঙ্গে জোটবদ্ধ একটি গোষ্ঠী ‘ইসলামিক জিহাদে’র ব্যর্থ রকেট উৎক্ষেপণের ফলে হাসপাতালে বিস্ফোরণ ঘটেছে।’
যদিও ইসলামিক জিহাদ অভিযোগ অস্বীকার করেছে।
গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, হাসপাতালে বোমা হামলায় কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে; মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে বোমা হামলার জেরে জর্ডানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আরব নেতাদের পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে।
এর আগে ফিলিস্তিন ও ইসরায়েলে চলমান সংঘাতের মধ্যে জো বাইডেন বুধবার ইসরায়েল সফর শেষে জর্ডানে আরব নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের অতর্কিত হামলার জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পানি, খাবার, জ্বালানি, ওষুধ ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে দেশটি।
ভূমধ্যসাগরের তীরবর্তী গাজার সীমান্তের বড় অংশই ইসরায়েলের সঙ্গে, বাকিটা মিশরের সঙ্গে। এর দৈর্ঘ্য ৪১ কিলোমিটার এবং প্রশস্ত ১০ কিলোমিটার। প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করছে গাজায়।