ফিলিস্তিন ও ইসরায়েলে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরায়েল সফর করবেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিষয়টি নিশ্চিত করেছেন বলে সিএনএনের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়।
ইসরায়েলে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এ কথা জানান ব্লিঙ্কেন।
হামাসের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি পরিকল্পনা তৈরি করবে জানিয়ে ব্লিঙ্কেন বলেন, ‘বাইডেনের সফরের মধ্য দিয়ে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রশাসনের সংহতির বার্তা পৌঁছে দেয়া হবে। সেই সঙ্গে সফরকালে গাজায় সাধারণ মানুষের জন্য ত্রাণসামগ্রী পৌঁছে দিতে ও গাজাবাসীকে নিরাপদে সরে যাওয়ার একটি নিরাপদ পথ চালুর বিষয়ে আলোচনা করবেন বাইডেন।’
ব্লিঙ্কেন আরও বলেন, হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তি দেয়ার জন্য ইসরায়েলিদের সহায়তা করা অব্যাহত রাখবেন বাইডেন।
এর আগে সিবিএস নিউজকে দেয়া রোববারের এক সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলি দখলদারিত্ব নিয়ে জো বাইডেন বলেন, ‘হামাস ও হামাসের কর্মকাণ্ড পুরো ফিলিস্তিনি জনগণকে প্রতিনিধিত্ব করে না। আমি মনে করি ইসরায়েলের জন্য আবার গাজা দখল করা হবে ভুল সিদ্ধান্ত।’
তবে হামাসকে ‘চরমপন্থি’ উল্লেখ করে তাদের উৎখাত করার বিষয়ে সমর্থন জানান তিনি।
বাইডেন জানান, হামাসের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার ও কর্তব্য ইসরায়েলের আছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের অতর্কিত হামলার জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পানি, খাবার, জ্বালানি, ওষুধ ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে দেশটি।
ভূমধ্যসাগরের তীরবর্তী গাজার সীমান্তের বড় অংশই ইসরায়েলের সঙ্গে, বাকিটা মিশরের সঙ্গে। এর দৈর্ঘ্য ৪১ কিলোমিটার এবং প্রশস্ত ১০ কিলোমিটার। প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করছে গাজায়।