ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধে বিদ্যুৎহীন ফিলিস্তিনের গাজায় বিশুদ্ধ পানি উৎপাদন বন্ধ হওয়ায় জীবনঝুঁকিতে রয়েছেন উপত্যকার ২০ লাখের বেশি বাসিন্দা।
ফিলিস্তিনের শরণার্থীদের জন্য নিয়োজিত জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউএনআরডব্লিউএর কমিশনার-জেনারেল ফিলিপ লাজ্জারিনি এক বিবৃতিতে বলেন, ‘এটি জীবন-মৃত্যুর বিষয় হয়ে গেছে। এটা (বিশুদ্ধ পানি সরবরাহ) আবশ্যক। ২০ লাখ মানুষের জন্য পানির প্রাপ্যতা নিশ্চিতে গাজায় এখনই জ্বালানির চালান আসা দরকার।’
তিনি বলেন, ‘পানির প্ল্যান্ট ও সরকারি পানি সরবরাহ ব্যবস্থা অকেজো হয়ে যাওয়ার পর গাজায় ফুরিয়ে যাচ্ছে বিশুদ্ধ পানি। লোকজনকে বাধ্য হয়ে কুয়া থেকে নোংরা পানি পান করতে হচ্ছে, যাতে বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি।’
ইসরায়েলের হামলার মধ্যে গত বুধবার থেকে বিদ্যুৎহীন রয়েছে গাজা, যার প্রভাব পড়েছে পানি সরবরাহ ব্যবস্থার ওপর। অবরুদ্ধ গাজায় পানির পাশাপাশি খাদ্য ও জ্বালানি সরবরাহের পথ বন্ধ রেখেছে ইসরায়েল।
বোমা হামলার কারণে গাজার সীমান্তবর্তী মিসরের রাফাহ ক্রসিং দিয়েও কোনো মালামাল প্রবেশ করতে পারছে না উপত্যকায়। এতে করে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।