বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক প্রক্রিয়ায় ভাটা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ অক্টোবর, ২০২৩ ১৫:৩২

সৌদির চিন্তার সঙ্গে পরিচিত সূত্র দুটি রয়টার্সকে জানায়, সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের আলোচনায় বিলম্ব হবে।

ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা এগোচ্ছে না বলে রয়টার্সকে জানিয়েছে দুটি সূত্র।

ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের অতর্কিত হামলার পরিপ্রেক্ষিতে উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের মধ্যে সূত্র দুটি এমন তথ্য জানাল।

সৌদির চিন্তার সঙ্গে পরিচিত সূত্র দুটি বার্তা সংস্থাটিকে জানায়, আরব দেশটির সঙ্গে ইহুদি রাষ্ট্রটির সম্পর্ক স্বাভাবিকের আলোচনায় বিলম্ব হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ৩০০ মানুষ নিহত ও গাজায় ইসরায়েলি হামলায় প্রায় দুই হাজার জন নিহত হয়। এ সংঘাত শুরুর পর পুরো মধ্যপ্রাচ্যে বড় সংঘাত এড়াতে চাওয়া সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রথমবারের মতো ফোন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ফোনালাপে তারা ইসরায়েলের ‘যুদ্ধাপরাধ বন্ধের’ গুরুত্বের বিষয়ে একমত হন।

ইসরায়েলে হামাসের হামলার আগে সৌদি ও ইসরায়েলের নেতারা বলছিলেন, তারা ধীরে ধীরে একটি চুক্তির দিকে যাচ্ছেন।

চলতি বছরের সেপ্টেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সৌদি আরব ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের কাছাকাছি পর্যায়ে চলে গেছে, তবে ইসরায়েল-হামাসের সংঘাতের পর সৌদি যুবরাজ সেই অবস্থান থেকে সরে গেছেন বলেই মনে করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর