৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালি ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া আফগানিস্তানের হেরাত প্রদেশে আবারও একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
গত শনিবার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে, এরপর বুধবার সকালে দ্বিতীয় এই ভূমিকম্পটি আঘাত হানে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (ইউএসজিএস) বরাতে প্রতিবেদনে বলছে, ভূমিকম্পটির উৎপত্তি হেরাত শহরে ২৮ কিলোমিটার উত্তরে।
প্রথম আঘাত হানা ভূমিকম্পে এরই মধ্যে নিহত হয়েছে হাজারের বেশি মানুষ। বহু মানুষ সড়কে রাত্রিযাপন করছে। বুধবারের ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জে সায়িক রয়টার্সের কাছে পাঠানো এক বার্তায় বলেন, শনিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৫-এ দাঁড়িয়েছে।
সায়িক আরও বলেন, ভূমিকম্পের আঘাতে ১ হাজার ৩২০টি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।