ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিটির কাছে মজুতকৃত জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। এতে করে যেকোনো সময় গাজাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জ্বালানি সংকটে অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘কয়েক ঘণ্টার’ মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
ইসরায়েলের স্থল, নৌ ও আকাশ অবরোধে থাকা গাজায় ২০ লাখের বেশি মানুষের বাস। বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হবে।
জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতির বাসিন্দাদের জোরপূর্বক ঢুকে পড়া, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের হাতে বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের উত্তেজনার মধ্যে শনিবার ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এর জবাবে যুদ্ধাবস্থা ঘোষণা করে গাজাকে ঘিরে ফেলে পঞ্চম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নিরবচ্ছিন্ন হামলায় বুধবার সকাল ছয়টা পর্যন্ত ৯০০ ফিলিস্তিনি নিহত হয়, যাদের অনেক নারী ও শিশু রয়েছে।
ইসরায়েলের বোমা হামলা শুরুর পর থেকে গাজায় বিদ্যুৎ সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটে। বিদ্যুৎ ছাড়াই পরিচালনা করতে হচ্ছে উপত্যকার হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রগুলো।