ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘর্ষে সরাসরি না জড়াতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে ইরাকের মিলিশিয়া কাতিব সাইয়িদ আল-শুহাদা (কেএসএস)।
লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-আহেদ নিউজের রোববারের প্রতিবেদনের বরাত দিয়ে সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
ইরানের সংবাদ সংস্থাটি জানায়, কেএসএস জোর দিয়ে বলেছে, ফিলিস্তিন ইউক্রেন নয়।
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে গোষ্ঠীটি বলেছে, ইসরায়েলকে সমর্থনের জন্য ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘাতে সরাসরি জড়ালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিরোধযোদ্ধাদের ন্যায্য লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
কেএসএস জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের বদলা নেয়া হবে। ফিলিস্তিনে হস্তক্ষেপ হলে কোনো চরমসীমা অবশিষ্ট থাকবে না।
গত শনিবার সকালে ইসরায়েলের স্থল, জল ও আকাশপথে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাস। এর জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
দুই পক্ষের হামলায় দুই ভূখণ্ডে এক হাজার এক শর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অনেকে নারী ও শিশু।