সামরিক শাসিত মিয়ানমারের সুপ্রিম কোর্ট কারাবন্দি সাবেক নেত্রী অং সান সুচির ছয়টি দুর্নীতির সাজার বিরুদ্ধে আপিল প্রত্যাখ্যান করেছে।
রয়টার্সের রোববারের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর কারাবন্দি হন সু চি। রাষ্ট্রদ্রোহ, ঘুষ থেকে শুরু করে টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘনের জন্য ২৭ বছরের কারাদণ্ড হয় সু চির, তবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
অভ্যুত্থান ও বিরোধীদের ওপর জান্তার দমন-পীড়নের পর থেকে মিয়ানমারে অশান্তি চলছে। অনেক দেশের সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সু চি ও হাজারো রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানায়।
প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে ওয়াকি-টকি আমদানি ও দখল, রাষ্ট্রদ্রোহ এবং করোনভাইরাস বিধিনিষেধ লঙ্ঘন করার জন্য আদালত আগস্টে সু চির পাঁচটি আপিল খারিজ করে দেয়।