বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে দুই সন্তানসহ ভারতীয় বংশোদ্ভূত দম্পতির মরদেহ উদ্ধার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ অক্টোবর, ২০২৩ ১০:৩১

মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর ইয়োলান্ডা সিকোন ও প্লেইন্সবোরো পুলিশ বিভাগের প্রধান ইমন ব্লানচার্ড জানান, বুধবার সন্ধ্যায় জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান।  

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্লেইন্সবোরো পুলিশ বিভাগের বরাত দিয়ে এনডিটিভির শনিবারের প্রতিবেদনে বলা হয়, নিউ জার্সির প্লেইন্সবোরোতে নিজ বাস থেকে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে।

প্রাণ হারানো চারজন হলেন তেজ প্রতাপ সিং, তার স্ত্রী সোনাল পারিহার এবং তাদের ১০ বছর বয়সী ছেলে ও ছয় বছর বয়সী মেয়ে।

মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর ইয়োলান্ডা সিকোন ও প্লেইন্সবোরো পুলিশ বিভাগের প্রধান ইমন ব্লানচার্ড জানান, বুধবার সন্ধ্যায় জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান।

তারা আরও জানান, মরদেহ ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি হত্যা নাকি হত্যার পর আত্মহত্যা সে বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন।

এ ঘটনায় প্রাথমিক তদন্তে জনসাধারণের জন্য কোনো হুমকি নেই বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো খবর