ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামের ক্যাফে ও মুদি দোকানে বৃহস্পতিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫১ জন নিহত হয়েছেন।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে প্রাণ হারানো ইউক্রেনীয় এক সেনার স্মরণসভায় ওই হামলা চালানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি ঘটনাটিকে বেসামরিক লোকজনের ওপর ‘ইচ্ছাকৃত হামলা’ হিসেবে আখ্যা দিয়েছেন।
দেশটির খারকিভ অঞ্চলের ফ্রোজা গ্রামে বৃহস্পতিবার বিকেলে ক্ষেপণাস্ত্র হামলা হয়। হামলাস্থলে ইটের বিশাল স্তূপ, ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধাতু ও নির্মাণসামগ্রী দেখা যায়।
আঞ্চলিক এক কর্মকর্তা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সুসপিলনিকে বলেন, ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রুশ সামরিক অভিযানের পর খারকিভ অঞ্চলে বৃহস্পতিবারের হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী।
রাশিয়ার একক কোনো হামলায় সবচেয়ে বেশি বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনাও মনে করা হচ্ছে একে।
আঞ্চলিক পুলিশ জাতীয় টেলিভিশনকে জানায়, হামলায় প্রাণহানি হয় ৫১ জনের। এর বাইরে ছয়জন আহত ও তিনজন নিখোঁজ রয়েছেন।
প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে নিহত সেনার স্মরণসভা শেষে ক্যাফেতে জড়ো হওয়া কিছু মানুষও ছিলেন।