জাপানের ইজু দ্বীপে ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে। এ ভূমিকম্পের পর পশ্চিম প্রশান্ত মহাসাগরে ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামি তরঙ্গ দেখা গেছে।
ইজু দ্বীপে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম ‘দ্যা জাপান টাইমস’-এর একটি প্রতিবেদন।
ভূমিকম্পটি ইজু দ্বীপপুঞ্জ তোরিশিমার কাছে ১০ কিলোমিটারের মধ্যে আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা সুনামির সতর্কতা জারি করে, যা মূলত টোকিওর দক্ষিণে অবস্থিত দ্বীপগুলোর ও দূরবর্তী দ্বীপগুলোর জন্য ১ মিটার পর্যন্ত সুনামির তরঙ্গের পূর্বাভাস দেয়া হয়।
সুনামির পর থেকে যদিও এ সতর্কবার্তা প্রত্যাহার করা হয়েছে। তবুও উপকূলীয় অঞ্চল ও নদীর কাছাকাছি থাকা লোকদেরকে উঁচু এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে জাপানের আবহাওয়া সংস্থার পক্ষ থেকে।
প্রতিবেদনে বলা হয়েছে জাপানের আবহাওয়া সংস্থার একজন প্রতিনিধি জানিয়েছেন, একটি ১ মিটারের তরঙ্গ খুব বেশি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মনে নাও হতে পারে। ... তবে এই ধরনের তরঙ্গের মুখোমুখি হওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে।
ইজু দ্বীপপুঞ্জে সুনামি হতে পাড়ে এমন পূর্বাভাস আগেই দেয়া হয়েছিল। যার মধ্যে সকাল ১১টা ৫০ মিনিটে হাচিজো-জিমায় ও দুপুরে ইজু ওশিমায় সুনামি হতে পাড়ে বলে জানিয়েছিল জাপানের আবহাওয়া সংস্থা।
আবহাওয়া সংস্থাটি সম্ভাব্য আফটারশক সম্পর্কে সতর্ক করে জানিয়েছিল সুনামির পাশাপাশি ভূমিকম্প হবার সম্ভাবনা রয়েছে ১০ থেকে ২০ শতাংশ। আগামী এক সপ্তাহের জন্য এ সতর্কবার্তা জারি থাকবে বলে জানিয়েছে সংস্থাটির।
সংস্থাটির মতে, গত সপ্তাহে পশ্চিম প্রশান্ত মহাসাগরের একই এলাকায় সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার সকালের ভূমিকম্প হওয়া পর্যন্ত ভূমিকম্পের কার্যকলাপ লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক দিনগুলিতে ৬ মাত্রার ওপরে অন্যান্য ভূমিকম্পও দেখা হয়েছে।
সকালের ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক আগ্নেয়গিরির কার্যকলাপ হয়নি বলে জানা যায়। যদিও আকাশে থাকা ঘন মেঘের ফলে এটি নিশ্চিত করা যায়নি।
আবহাওয়া সংস্থাটি আরও জানায়, জাপান কোস্ট গার্ডের বায়বীয় পর্যবেক্ষণেও কোনো অস্বাভাবিক কার্যকলাপ দেখা যায়নি গত এক সপ্তাহে।
সর্বশেষ ২০০৬ সালে তোরিশিমা দ্বীপের কাছে একই মাত্রার ভূমিকম্প দেখা গিয়েছিল, যার ফলে মিয়াকে-জিমা পর্যন্ত ১৬ সেন্টিমিটার উচ্চতার সুনামি হয়েছিল। ২০২২ সালের টোঙ্গা-হুঙ্গা হাপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ২০০৬ সালের সুনামির পর এবারই প্রথমবারের মতো ইজু দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।