পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল হুইলিয়ার।
সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস মঙ্গলবার এই পুরস্কার ঘোষণা করে।
পিয়েরের বাড়ি যুক্তরাষ্ট্র, ফেরেঙ্কর জার্মানি ও অ্যান লর সুইডেন। পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণলব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণা করায় পুরস্কার পান তারা।
এর আগে ২০২২ সালেও তিন বিজ্ঞানী পান পদার্থবিজ্ঞানের নোবেল। তারা হলেন ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অষ্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার।