ব্রাজিলে পুলিশের ট্রাফিকের গাড়ি থামানোর চেষ্টায় গুলিবিদ্ধ হয়ে তিন বছরের একটি শিশু নিহত হয়েছে।
আহত হয়ে চিকিৎসারত অবস্থায় শনিবার শিশুটি মারা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় আদালতের প্রসিকিউটর ফেডারেল পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভির একটি প্রতিবেদন।
হেলোইসা ডস সান্তোস সিলভা নামের শিশুটি ৭ সেপ্টেম্বর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ৯ দিন কাটানোর পর হৃদযন্ত্রের শ্বাসকষ্টের কারণে মারা যায় বলে জানিয়েছে রিও ডি জেনিরোর কাছে অবস্থিত ডুক ডি ক্যাক্সিয়াসের স্বাস্থ্য বিভাগ, যেখানে শিশুটির চিকিৎসা করা হচ্ছিল।
শিশুটির আত্মীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শিশুটি তার পরিবারের সঙ্গে ৭ সেপ্টেম্বর গাড়িতে করে বাড়ি ফেরার পথে হাইওয়ে পুলিশ তাদেরকে গাড়ি থামানোর নির্দেশ দেয় এবং এর পাশাপাশি গুলি চালায় যা শিশুটির ঘাড়ে ও কাঁধে আঘাত করে।
শিশুটির বাবা জানান, হাইওয়ে পুলিশের তিনজন সদস্য ওই সময় উপস্থিত ছিলেন এবং তারা গুলি চালালে তিনি সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে দেন।
এ বিষয়ে ফেডারেল প্রসিকিউটররা ৭ সেপ্টেম্বরের ওই ঘটনায় যারা জড়িত ছিল, সেই তিন কর্মকর্তাদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন আদালতে।
ঘটনায় জড়িত ওই তিন কর্মকর্তার দাবি, ওই গাড়ি অনুসরণ করে থামানোর নির্দেশ তারা দিয়েছিলেন কারণ তা চুরি হওয়া গাড়ি হিসেবে নিবন্ধিত ছিল।
ব্রাজিলিয়ান মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যে পুলিশ কর্মকর্তা গুলি চালিয়েছিলেন তিনি সংশ্লিষ্ট তদন্তকারীদের জানিয়েছেন তিনি গাড়ির ভেতর থেকেই গুলির শব্দ শুনেছেন।
পরিবারটি এবং প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন যে, পুলিশ ছাড়া ওই সময়, ওই এলাকায় অন্য কোনো গুলি ছোড়া হয়নি।
দেশটির রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ বিষয়ে শোক প্রকাশ করে তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) লেখেন, ‘যাদের রক্ষা করার দায়িত্ব, তাদের দ্বারাই গুলিবদ্ধ হয়ে শিশুর মৃত্যু। এটা হওয়া উচিত না।’