বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিমের বাসায় দাওয়াত পেলেন ‘বন্ধু’ পুতিন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:২০

পুতিন আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে কোরিয়ার পক্ষে দাবি করা হয়েছে। তবে ক্রেমলিন এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে বৈঠক সারলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তাকে নিজ দেশে বেড়াতে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

সাঁজোয়া ট্রেন নিয়ে মঙ্গলবার ভোরে রাশিয়ায় প্রবেশ করেন কিম। পর দিন রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ভস্তোচনি কসমোড্রোমে এই দুই নেতার বৈঠক হয়। এতে আলোচনা হয় নানা বিষয় নিয়ে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার কিমের পক্ষ থেকে পুতিনকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদন বলছে, পুতিন আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে কোরিয়ার পক্ষে দাবি করা হয়েছে। তবে ক্রেমলিন এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি।

দুই নেতার বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, তা নিয়ে অনেক তথ্য এসেছে গণমাধ্যমে। তবে শেষ পর্যন্ত তাদের আলোচনায় গুরুত্ব পায় সমরাস্ত্র, ইউক্রেন যুদ্ধ ও উত্তর কোরিয়ার স্যাটেলাইট কর্মসূচি।

আন্তর্জঅতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ৭০ বছর বয়সী পুতিন ৩৯ বছরের কিমকে বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন। সম্পর্ক উন্নয়ন এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পেয়েছে তাদের আলোচনায়।

উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া উল্লেখ করে কেসিএনএ বলেছে, অভ্যর্থনা শেষে কিম সৌজন্যমূলকভাবে পুতিনকে একটি সুবিধাজনক সময়ে তার দেশ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

প্রতিবেদনে বলা হয়, পুতিন আনন্দের সঙ্গে আমন্ত্রণটি গ্রহণ করেছেন এবং রাশিয়া-কোরিয়ার বন্ধুত্বের ইতিহাস এবং ঐতিহ্যকে অবিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ইচ্ছার পুনর্ব্যক্ত করেছেন।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়া দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের কথা ভাবছে বলে মনে করা হচ্ছে।

পশ্চিমা দুনিয়া থেকে ক্রমশ বিচ্ছিন্ন হতে থাকা এ দুই দেশের বন্ধুত্ব গভীর উদ্বেগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও এ দেশের মিত্রদের। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনকে ধাওয়া করতে রাশিয়াকে অস্ত্র দিচ্ছে কোরিয়া।

তবে কীভাবে এই অস্ত্র দেয়া হচ্ছে বা এ নিয়ে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না। অবশ্য মস্কো ও পিয়ংইয়ং এ ধরনের অভিপ্রায়ের বিষয়টি অস্বীকার করেছে।

ভ্লাদিমির পুতিন ও কিম জং উন এই সাক্ষাতের আগে ২০১৯ সালে রাশিয়ার ভ্লাদিভোস্টক শহরে দেখা করেছিলেন।

এ বিভাগের আরো খবর