বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিবিয়ায় ঝড় ও বন্যায় হাজারো মানুষের মৃত্যুর শঙ্কা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৩

পূর্ব লিবিয়ার প্রধানমন্ত্রী ওসামা হামাদ লিবিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘হাজার হাজার নিখোঁজ ও মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দেরনার পুরো আশপাশের এলাকা বিলীন হয়ে গেছে, বাসিন্দাদের বাসস্থান পানিতে ভেসে গেছে।’

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েলে’র কারণে সৃষ্ট বন্যায় হাজারো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে দেরনা শহরেই কমপক্ষে ১৫০ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় ও বন্যায় পূর্বাঞ্চলীয় কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসির মঙ্গলবারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত নন পূর্ব লিবিয়ার প্রধানমন্ত্রী ওসামা হামাদ। তিনি লিবিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘হাজার হাজার নিখোঁজ ও মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দেরনার পুরো আশপাশের এলাকা বিলীন হয়ে গেছে, বাসিন্দাদের বাসস্থান পানিতে ভেসে গেছে।’

লিবিয়ার বিশেষজ্ঞ জলেল হারচাউই বলেন, ‘মৃতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে।’

ঝড় ড্যানিয়েলের কারণে রোববার দেশটির বিভিন্ন জাগায় ভূমিধস ঘটে। এ অবস্থায় কর্তৃপক্ষকে জরুরি অবস্থা ঘোষণা করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে উদ্ধার কাজ চলাকালে সাতজন লিবিয়ান সেনাসদস্য নিখোঁজ হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই অঞ্চলের সব স্কুল ও দোকান বন্ধ করার নির্দেশ দিয়ে কারফিউ জারি করেছে।

এ বিভাগের আরো খবর