ইংল্যান্ডের পশ্চিম ব্রমউইচের হারউড স্ট্রিট থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে পুলিশ।
ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ তাদের ইনস্টাগ্রামে ‘সেভিং দ্য ডে’ ক্যাপশনে একটি ছবি পোস্ট করে, যেখানে দেখা যায়, তিন পুলিশ কর্মকর্তা রাস্তায় হলুদ রঙের অজগরটিকে ধরে রেখেছেন।
এনডিটিভির শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাত দেড়টার দিকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অজগরটিকে চিকিৎসার জন্য পশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করা হয়, আরএসপিসিএ (অ্যানিমেল ওয়েলফেয়ার চ্যারিটি ইন ইউকে) কর্মীরা সাধারণত এ ধরনের প্রাণী উদ্ধারের কাজ পরিচালনা করেন, তবে ওই সময়ে তারা উপস্থিত হতে না পারায় পুলিশের কিছু সাহসী কর্মকর্তা অজগরটি উদ্ধার করে।
এর আগে গত মাসে অস্ট্রেলিয়ায় একটি বাড়ির ছাদজুড়ে বিশাল অজগরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।