ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি ট্রেনের বগিতে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন প্রায় ২০।
রাজ্যের মাদুরাই রেলওয়ে স্টেশনে শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো সবাই উত্তর প্রদেশ থেকে এসেছিলেন।
এনডিটিভির শনিবারের প্রতিবেদনে জানানো হয়, ‘অবৈধ গ্যাস সিলিন্ডার’ থেকে আগুনের সূত্রপাত হয়।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘শনিবার ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
দগ্ধ ও আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
দক্ষিণাঞ্চলীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গ্যাস সিলিন্ডারের মতো দাহ্য পদার্থ ট্রেনে বহন করার অনুমতি নেই। বগির যাত্রীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার পাচার করছিলেন, যা থেকে আগুন লেগে যায়।