চাঁদের পৃষ্ঠে ধাক্কা খেয়ে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির মহাকাশ সংস্থা রোসকসমস।
ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে কোনো যান অবতরণ করার কথা থাকলেও লক্ষ্যে পৌঁছাবার ঠিক এক দিন আগেই বিধ্বস্ত হলো লুনা-২৫।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, শনিবার মহাকাশযানটি ভুল কক্ষপথে প্রবেশ করায় এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমসের। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যানটি চন্দ্রপৃষ্ঠের সঙ্গে ধাক্কা খায়।
মেসেজিং সার্ভিস টেলিগ্রামে রোসকসমস জানায়, মস্কো সময় শনিবার দুপুুর ২টা ৫৭ মিনিটে লুনার সঙ্গে যোগাযোগ ব্যাহত হয়। শনি ও রোববার যোগাযোগ স্থাপনের চেষ্টাও ব্যর্থ হয়।
গত ১১ আগস্ট রাশিয়া সময় সকাল ৮টার দিকে দেশটির আমুর এলাকার ভোস্টোকনি কসমোড্রোম মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে রওনা হয় মহাকাশযান লুনা-২৫।
এটি ছিল ৪৭ বছরে রাশিয়ার প্রথম মহাকাশ অভিযান। এ নিয়ে রুশদের অনেক আশা থাকলেও সেটি সাফল্য লাভে ব্যর্থ হয়েছে।