যুক্তরাজ্যের বৈদেশিক সহায়তার বাজেটে কাটছাঁটের ফলে আফ্রিকার হাজার হাজার অন্তঃসত্ত্বা গর্ভকালীন ও সন্তান প্রসবের সময় মারা যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
যুক্তরাজ্য সরকারের এক অভ্যন্তরীণ হিসাবে এমন তথ্য সামনে এসেছে বলে কর্তৃপক্ষের বরাতে বুধবার জানিয়েছে বিবিসি।
এমন সংকেটে পড়ে হাজার হাজার নারীর মৃত্যুর সঙ্গে ২ লাখের বেশি নারী অনিরাপদ গর্ভপাতের সম্ম্মুখীন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে উঠে এসেছে, এ বছরের বিদেশি সহায়তা বাজেটে কাটছাঁটের প্রভাব কেমন হতে পারে সে প্রসঙ্গ।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলছে, স্বল্প-আয়ের দেশগুলোর জন্য তাদের বাজেট স্বল্পমেয়াদের হিসাবে কমানো হয়েছে। এর মাধ্যমে সঞ্চয় লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করা হচ্ছে। বাজেট পরে আবার প্রায় দ্বিগুণ হবে।
অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, আফগানিস্তানে ৭৬ শতাংশ সহায়তা হ্রাসের ফলে বিশ্বের সবচেয়ে দুর্বল কিছু নারী গুরুত্বপূর্ণ পরিষেবা গ্রহণই করতে পারবে না। আর ইয়েমেনের পাঁচ লাখ নারী ও শিশু স্বাস্থ্যসেবা পাবে না।
চলতি বছরের শুরুর দিকে পররাষ্ট্র দপ্তরের বেসামরিক কর্মচারীদের দ্বারা করা এ সংক্রান্ত একটি মূল্যায়নে বলা হয়েছ, মন্ত্রীদের এমন প্রেক্ষাপটে কী করতে হবে, সিদ্ধান্ত নেয়ার আগে তাদের জানাতে হবে।