ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে পর্নো ভিডিও চালিয়ে দেয়া হয়েছিল বলে অভিযোগ, এ কাণ্ডে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত জুনের এ ঘটনায় রাজস্থান থেকে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয় বলে বুধবার নয়াদিল্লির পুলিশ এনডিটিভিকে জানিয়েছে। তবে কোন মন্ত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে তার নাম জানায়নি ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
পুলিশ বলছে, কেন্দ্রীয় ওই মন্ত্রী যখন তার হোয়াটসঅ্যাপে আসা ভিডিও কলটি রিসিভ করেন তখনই অপরপ্রান্ত থেকে একটি পর্নো ভিডিও চালু করা হয়। সঙ্গে সঙ্গে তিনি কলটি কেটে দেন।
পরে একই নম্বর থেকে আবারও মন্ত্রীকে ফোন করা হয়। এ সময় মন্ত্রীর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিও দেন ফোন করা ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, জুন মাসেই এ ব্যাপারে অভিযোগ জানানো হয়। পরে জুলাইয়ে অভিযুক্ত মোহাম্মদ ওয়াকিল এবং মোহাম্মদ সাহেবকে গ্রেপ্তার করা করা হয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, দিল্লি পুলিশের অপরাধ তদন্ত শাখা এ নিয়ে মাঠে নেমেছে। বাকি অভিযুক্তদেরও ধরা হবে।