যমুনার পানি বেড়ে জলাবদ্ধতা সৃষ্টির কয়েক দিনের মধ্যে ফের একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের রাজধানী শহর দিল্লিতে।
স্থানীয় সময় বুধবার সকালে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতে দিল্লির কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। জলজটের কারণে যানজট দেখা যায় সড়কে।
এনডিটিভির বুধবারের প্রতিবেদনে বলায় হয়, দিল্লির পাশাপাশি নয়ডা ও গাজিয়াবাদের কিছু অংশেও বুধবার ভোরে বৃষ্টিপাত হয়। ঝড়-বৃষ্টির কারণে নয়ডার সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল বা এনসিআরে মঙ্গলবারও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়।
এদিকে টানা বৃষ্টিতে হিন্দন নদীর পানিবৃদ্ধির ফলে বৃহত্তর নয়ডার বেশ কিছু বাড়িঘর ও সড়ক প্লাবিত হয়।
দিল্লিতে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে যমুনার পানি সমতল ছিল ২০৫ দশমিক ৪৫ মিটার।
যমুনার পানি সমতল ২০৫ দশমিক ৩৩ মিটার হলে একে বিপৎসীমা ধরা হয়। সোমবার নদীটির পানি সমতল ছিল ২০৬ দশমিক ৫৬ মিটার।