বিপৎসীমা ২০৫.৩৩ এর ওপর দিয়ে আবার প্রবাহিত হলো যমুনার পানি।
এএনআই এর এক প্রতিবেদনে জানা যায়, ২০৬.৩১ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। রোববার বিকেল চারটার দিকে এই রেকর্ড করা হয়।
পানির প্রবাহ বৃদ্ধির ফলে বন্যার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।
যমুনার পানি রোববার সকালে ২০৫.৮১ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানা যায়।
উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কিছু এলাকায় ভারি বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার পর হরিয়ানার হথনিকুণ্ড ব্যারেজ থেকে পানি ছেড়ে দেয়া হয়।
দেশটির রাজস্বমন্ত্রী আতিশি জানিয়েছেন, হথনিকুণ্ড ব্যারেজ থেকে পানি ছেড়ে দেয়ায় পায় দুই লক্ষ কিউসেক পানি যমুনায় গিয়ে পড়েছে। এর ফলে দিল্লি সরকার উচ্চ সতর্কতার অবস্থায় আছে।
দিল্লির পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা ও বন্যার মত পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যায়।
বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধির ঘটনায় নিচু এলাকাগুলো খালি করার ঘোষণা দিয়েছে প্রশাসন।